প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত
||
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যা লী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কিত এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।অন্যদের মধ্যে-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,জামায়াতে ইসলামী আমির গাজী সোলায়মান,খেলাফত মজলিস যুগ্ম-সাধারণ সম্পাদক মওলানা সাব্বির হোসেন ফকির, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ,প্রাণি সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন,বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, আরএসএ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন বক্তব্য রাখেন।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী,জাতীয় মহিলা সংস্থার কর্মী সদস্য, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত