প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
চলতি বছরে এ পর্যন্ত রাশিয়ার সাথে যুদ্ধে ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত
||
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সাথে যুদ্ধে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বোর্ড মিটিংয়ে এমন দাবী করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলৌসোভ।বৈঠকে বেলৌসোভ বলেন ২০২৫ ইং সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।এর ফলে নিকট ভবিষ্যতে কিয়েভের পক্ষে বাহিনী পুনর্গঠন করা কঠিন হবে।বিপুল প্রাণহানির ফলে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানে আগ্রহ হারাচ্ছে।তিনি আরও দাবি করেন চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে।এর মধ্যে রয়েছে প্রায় ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান, যেগুলো পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন পেয়েছিল।উল্লেখ্য যুদ্ধ শুরুর অল্প কিছু দিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি ডিক্রি জারি করেন।ঐ ডিক্রির মাধ্যমে ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।যুদ্ধের শুরুতে ইউক্রেনের সেনাবাহিনীতে বেসামরিকদের জন্য যোগদানের সর্বনিম্ন বয়স ছিল ২৭ বছর।যদিও পরে তা কমিয়ে ২৫ বছর করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত