প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
||
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতের বয়স ৩০ বছর।তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন আজ বৃহস্পতিবার ১৮ ই ডিসেম্বর সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে।তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।পুলিশ জানায় জান্নাতারা দীর্ঘদিন ধরে হোস্টেলে বসবাস করছিলেন এবং ঢাকায় অবস্থানকালে সক্রিয়ভাবে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা।তার পিতা মোঃ জাকির হোসেন এবং মাতা নুরজাহান বেগম।ওসি সাইফুল ইসলাম আরও বলেন ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পাশাপাশি আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।ফেসবুকে তারেক রেজা উল্লেখ করেন রুমী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং,হত্যা এবং ধর্ষণের হুমকি পাচ্ছিলেন।এই ধরনের হুমকি ও চাপ তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল।যদিও পুলিশ বিষয়টি যাচাই করছে এবং ময়নাতদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকরা বলছেন হোস্টেল ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তরুণ নেত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।জান্নাতারা রুমী ঢাকা শহরে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় এনসিপি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রাজনৈতিক সহকর্মীরা জানাচ্ছেন, তার মৃত্যু দল এবং রাজনীতিতে একটি শোকের ছাপ ফেলেছে।পুলিশের তৎপরতায় ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে।নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক মাধ্যমে হুমকির বিষয়গুলো তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।ঘটনাটি রাজনৈতিক ও সামাজিকভাবে নিন্দার বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।এছাড়া ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও হোস্টেলে নজরদারি বৃদ্ধির বিষয়েও আলোচনা শুরু হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত