প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
||
সাধীন আলম হোসেন,নাটোর।নাটোরের লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।গতকাল মঙ্গলবার ১৬ ই ডিসেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন আড়বাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ওরফে শফি (৫৪), পিতাঃ মৃত আব্দুর রহমান এবং দুয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম হোসেন (৩১), পিতাঃ মোখলেছুর রহমান।থানা সূত্রে জানা যায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত