প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
পাথরঘাটায় ১৬ই ডিসেম্বর উদযাপনঃ মুক্তির স্বপ্ন স্মরণে অনুষ্ঠানমালা
||
তুষার কান্তি হাওলাদার, পাথরঘাটা,বরগুনা। আজ ১৬ই ডিসেম্বর, মহান মুক্তি দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতার মহান তাৎপর্য স্মরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন,স্থানীয় বিদ্যালয় ও সমাজসেবা সংগঠনগুলো একসাথে মিলিত হয়ে অনুষ্ঠান করেছে।উপজেলা শহরের শহীদ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানো হয়।পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এছাড়াও দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার গল্প,দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন "মুক্তিযুদ্ধের মহানায়কদের ত্যাগের কথা মনে রাখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজকের দিনটি আমাদের সকলকে দেশের প্রতি ভালোবাসা এবং একতার বার্তা দিতে উৎসাহিত করে"।স্থানীয়রা মনে করেন ১৬ই ডিসেম্বর শুধু আনন্দের দিন নয়, বরং দেশের স্বাধীনতা রক্ষার জন্য নতুন প্রজন্মকে চেতনা দেয়ার দিন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত