প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
||
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ শনিবার ১৩ ই ডিসেম্বর ভোরে এই ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ।শনিবার তিনি গণমাধ্যমকে জানান আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে।তবে দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এদিন ভোররাত সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।পরে অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।তবে ঘটনাস্থলে ফায়র সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।খবর পেয়ে জেলা প্রশাসক,পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ রেজাউল হক গণমাধ্যমকে জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।এ ঘটনায় জেলা নির্বাচন অফিস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত