প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
২৪ এর ছাত্রজনতার আন্দোলনে নেতৃত্বদানকারী রংপুর জেলার এনসিপির আহবায়ক আল মামুন
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং ২৪ এর ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া আল মামুনকে এনসিপি রংপুর জেলার আহবায়ক করা হয়েছে।আল মামুনকে আহবায়ক ও এরশাদ হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করতে বলেছিলেন তৎকালীন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,কিন্তু আন্দোলন স্বশরীরে উপস্থিত না হওয়ায় ও সমর্থন না করায় সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে সারাদেশে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে থেকে আন্দোলন করে।পরবর্তীতে তৎকালীন সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফ ইসলাম লিখিতভাবে পদত্যাগ করেন।২৪ এর ছাত্র জনতার আন্দোলনে মাইকহাতে আল মামুনের কন্ঠে "আবু সাঈদ এর রক্ত বৃথা যেতে পারে না" স্লোগানে মুখোরিত ছিল কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।তার এই সাহসী ভুমিকার মূল্যায়ন হিসেবে শহীদ আবু সাঈদ এর জেলা রংপুরের আহবায়ক করা হয়েছে বলে মনে করেন রংপুরের রাজনৈতিক ব্যক্তিবর্গ।দীর্ঘসময় সাংগঠনিক অভিজ্ঞতা থাকায় আল মামুনের নেতৃত্বে রংপুরে এনসিপির নবজাগরণ তৈরি হবে বলে মনে করেন রংপুরের তরুন প্রজন্ম ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত