প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
বন্ধুর বাড়ী বেড়াতে এসে ব্যবসায়ির রহস্যজনক মৃত্যু
||
মোঃ শাহ আলম মিয়া, করেসপন্ডেন্ট,কোটালীপাড়া, গোপালগঞ্জ।বন্ধু বদরুল হাসান দিপুর সাথে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ গ্রামে বেড়াতে এসে তিন সন্তানের জনক নবীন খান মাঠা (৪৫) নামক এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাগানবাড়ী গ্রামের মুজাফফর খানের ছেলে। অন্য দিকে সে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ বাজারের জেনারেটর ব্যবসায়ী।আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।জানা যায় নিহত ব্যবসায়ী গত রবিবার বন্ধু বদরুলের সাথে বেড়াতে আসে তার বাড়ী।ঘটনার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে নবীন। চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে বদরুল ও তার স্বজনেরা।কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নবীনকে।এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত