প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
রংপুর সদর উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আগাম চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও পাকুড়িয়া শরিফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল গণি।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহিনুর আলম শাওন,এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মোছাঃ তুনাজ্জিনা বেগম।রংপুর সদর উপজেলার এক সংগঠনিক বৈঠকে জামায়াতে ইসলামী রংপুর জেলার সেক্রেটারি মাওলানা এনামুল হক আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষণার পর প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত