প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫
নলডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
||
ইউসুফ হোসেন,নাটোর।নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর হাটে সরকারি জায়গায় থাকা একটি বড় বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক ও ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. খবির মাষ্টারের বিরুদ্ধে।স্থানীয়দের বরাত জানা গেছে রবিবার ৯ ই নভেম্বর ভোরে হাটের সরকারি স্থানে অবস্থিত বটগাছটির বড় অংশ কেটে ফেলা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত সেখানে গিয়ে গাছ কাটায় বাধা দেন।অভিযোগ রয়েছে গাছ কাটার আগে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি।ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ জানান।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ আব্দুল লতিফ জানান "যেহেতু গাছটি হাটের জায়গায় রয়েছে,অনুমোদন ছাড়া তা কাটা আইনবিরোধী"।বাজার কমিটির সভাপতি ও হাটের ইজারাদার বলেন "খবির মাষ্টার কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ কাটার উদ্যোগ নেন।বিষয়টি সম্পূর্ণ অননুমোদিত"।তবে ইউনিয়ন চেয়ারম্যান এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।অন্যদিকে অভিযুক্ত খবির মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন "গাছটি আমার নিজের জমির অংশে পড়েছে।আমি নিয়মিতভাবে ওই জমির খাজনা দেই।দোকান নির্মাণের জন্য গাছ কাটতে গেলে স্থানীয় লোকজন বাধা প্রদান করে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন বিষয়টি তদন্তদপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত