প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা কাজী এনায়েত উল্লাহ
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী,বারিধারা,শাহজাদপুর ও সেনানিবাসের একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি,লেখক ও সমাজ সেবক কাজী এনায়েত উল্লাহ।তিনি অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AEBA)-এর মহাসচিব এবং ফ্রান্স প্রবাসী একজন প্রভাবশালী বাংলাদেশি।প্রবাসে থেকেও বাংলাদেশের অর্থনৈতিক,সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যান সাহেবের ভাগ্নে কাজী এনায়েত উল্লাহ বর্তমানে নির্বাচনী এলাকার জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।ঢাকা-১৭ আসনটি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় বেশ আলোচনায়।এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত