প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
||
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে উপজেলার সরকারী ইউনিয়ন ইনিস্টিটিউশন (বালিয়াভাঙ্গা হাই স্কুল) মাঠ প্রাঙ্গনে এ ম্যাচ আয়োজন করে বালিয়াভাঙ্গা যুব সংঘ। উক্ত টুর্নামেন্টে টাইব্রেকারে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘ,কোটালীপাড়ার মদনপাড়া সাহা সংঘকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সভাপতি এস এম জিলানী।বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইফসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।এ সময়- বরিশাল গৌরনদী আগৈলঝাড়া এবং কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধীক ফুটবল প্রেমী দর্শক ¯স্রোতা উপস্থিত ছিলেন।সব শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত