প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫
দুই সন্তানের জননী বানিয়াচংয়ের যুবকের সাথে পলাতক,নবীগঞ্জে বাবার দায়ের কোপে মেয়ে খুন
||
আকিকুর রহমান রুমন,হবিগঞ্জ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাবার দায়ের কোপে ২ সন্তানের জননী মেয়েকে হত্যা করেন এক পাষন্ড পিতা।গতকাল ২৭ শে অক্টোবর সোমবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে আশ্রয় প্রকল্পের নিজ বসতঘরে এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।এই ঘটনায় পুলিশ ঘাতক পাষন্ড বাবা মতিলাল দাসকে (৬২)আটক করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত পূর্ণিমা রানী দাসের বিয়ে হয়েছিল একই উপজেলার মান্দারকান্দি গ্রামে।দাম্পত্য জীবনে পূর্নিমার কুল জুড়ে আসে দু'টি সন্তান।কিন্তু তাদের সংসার জীবন চলার পথে প্রায়ই স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়া ঝাটি হতো।এমনকি দু'টি সন্তানের কারণে তাদের মধ্যে কলহের সৃষ্টি হতো।তখন পূর্নিমা স্বামীর বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে এসে থাকতেন।এভাবে কয়েক দিন আগে আরেক দফা ঝগড়ার পর পূর্নিমা তার বাবার বাড়িতে এসে অবস্থান নেন।সম্প্রতি বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়েন পূর্নিমা দাস।এক পর্যায়ে তাদের প্রেম গভীরে রুপ নিলে তারা একে অন্যজনকে পেতে মারিয়া হয়ে পড়েন।এক পর্যায়ে প্রেমিক যুবকের সাথে পালিয়ে যান পূর্ণিমা দাস।আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাবা মতিলাল দাস মেয়ে পূর্নিমা দাসকে বুঝতে না দিয়ে তার ঘরে পুনঃ রায় আশ্রয় দিয়ে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মেয়ে পূর্নিমা দাস খুন হন।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান এর সাথে সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত