প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ ও চিরকুট উদ্ধার
||
আকিকুর রহমান রুমন।হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা মহল্লার গ্যানিংগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী শহীদ মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।আজ ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকার লোকজন তাদের পরিচিত শহীদ মিয়া (৫০) গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে তারা বিষয়টি অবগত করেন।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।তবে উদ্ধার করা চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।অন্য দিকে শহীদ মিয়ার এমন মৃত্যুর খবরটি এলাকা সহ বাজারের ব্যবসায়ীদের মধ্যে জানাজানি হয়ে পড়লে, সবাই তার জন্য আফসোস করে বলেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন।এমনকি সততার সহিত সবজির ব্যবসা করে সুনাম অর্জন করেছেন।তার এমন মৃত্যুতে পুরো পরিবার তথা এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গ্যানিংগঞ্জ বাজার যাহা(নতুন বাজার)হিসাবে পরিচিত সবার নিকট।তিনি এই বাজারে সবজি (কাঁচামাল) এর ব্যবসা করে জীবিকা নির্বাহ করে পরিবার নিয়ে চলে আসছিলেন বলে এমনটাই জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত