প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দিয়েছেন বিআইডব্লিউটি'র প্রধান প্রকৌশলী আইয়ুব আলী
||
নাসির হাওলাদার,ঢাকা। সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ও সাপ্তাহিত মানি লাইনের প্রধান প্রতিবেদক জাকির পাটোয়ারিকে হুমকি দিয়েছেন বিআইডব্লিউটিএর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলী।বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিআইডব্লিউটিএ শাখার সভাপতি আইয়ুব আলী মুঠোফোনে জাকির পাটোয়ারিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।সাংবাদিক জাকির পাটোয়ারি জানান বিআইডব্লিউটিএর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।যেখানে তুলে ধরা হয় তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য।এমনকি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পে তার পরিচালকের দায়িত্বে থাকা নিয়ে উঠে নানান প্রশ্ন।এসব বিষয়ে জানতে চাইলে ক্ষেপে ওঠেন আইয়ুব আলী।চড়া গলায় তিনি বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান।সংবাদ প্রচার করায় কটাক্ষ করে তিনি মামলা করার হুমকিও দেন। এসময় অকথ্য ও অশালীন ভাষা ব্যবহার করে এই প্রতিবেদনের সঙ্গে উচ্চবাচ্য করেন আইয়ুব আলী।তিনি আরও বলেন, আমার কি সম্পদ আছে না আছে তা দেখার জন্য দুদুক আছে। আপনি দেখার কে, বলেও প্রশ্ন করেন তিনি।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত