প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
বিকাশ,নগদ,রকেটসহ সব ধরনের লেনদেনে হাজার প্রতি খরচ হবে মাত্র ১ টাকা ৫০ পয়সা
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)।আগামী ১ নভেম্বর ২০২৫ ইং থেকে বিকাশ,নগদ,রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে-আর এতে খরচ হবে মাত্র ১ টাকা ৫০ পয়সা।এই নতুন ব্যবস্থার নাম ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম।এর মাধ্যমে ব্যাংক,এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এই ৩ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেন সম্ভব হবে।এর আগে এনপিএসবি প্ল্যাটফর্ম শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ দিত।কিন্তু এবার প্রথমবারের মতো ব্যাংক থেকে এমএফএস এবং ব্যাংক থেকে পিএসপির মধ্যে লেনদেনও যুক্ত হলো।গতকাল সোমবার ১৩ই অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।নতুন এই উদ্যোগের ফলে দেশে আর্থিক সেবার পরিধি বাড়বে এবং ডিজিটাল লেনদেন আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত