প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম।প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৬ টাকা, খোলা সয়াবিনে ৮ টাকা, আর খোলা পাম তেলে বেড়েছে ১৩ টাকা।আজ মঙ্গলবার ১৫ ই অক্টোবর থেকে নতুন এ দাম কার্যকর হবে।গতকাল সোমবার ১৪ ই অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।সংগঠনটি জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা।এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়,আগে ছিল ১৬৯ টাকা। আর খোলা পাম তেলের নতুন দাম ১৬৩ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা।এছাড়া পাঁচ লিটারের বোতলে সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৪৫ টাকা,আগে যা ছিল ৯২০ টাকা।এর আগে গেল এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।তখন লিটারপ্রতি বোতলজাত সয়াবিনে ১৪ টাকা, খোলা তেলে ১২ টাকা এবং পাঁচ লিটারের বোতলে ৭০ টাকা বাড়ানো হয়। আগস্টে অবশ্য খোলা পাম তেলের দাম কিছুটা কমানো হয়েছিল।গত মাসের শেষ দিকে তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিনে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও, বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি। পরে ঘোষণা ছাড়াই বাজারে তেলের দাম বেড়ে যায়।জানা গেছে সোমবার সচিবালয়ে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত