প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
||
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়া মিরপুর উপজেলা পোড়াদহ বাজারে আজ সোমবার ৬ ই অক্টোবর সকাল ১১ টার দিকে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে এস আলম এর অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে বৈষম্য মুক্ত চাকরী প্রত্যাশী পরিষদ ও ইসলামি ব্যাংক গ্রাহক ফোরম এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য মুক্ত চাকরী প্রত্যাশী পরিষদের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মকুল বলেন যে আমরা মেধাবী কিন্তু আমাদের চাকরী হয়নি গত আওয়ামীলীগ আমলে।এই ইসলামী ব্যাংক এস আলম এর বাড়ি চট্টগ্রাম পুঠিয়া থানাতে হাওয়াতে তিনি কোন নিয়োগ পরিক্ষা ছাড়া তাঁর উপজেলাতে পাঁচ হাজার ছেলে মেয়েদেরকে নিয়োগ দেন।গত ৫ ই আগষ্ট এর পর এই এস আলম বিদেশে পালিয়ে য়াই। কিন্তু তাঁর নিয়োগ দেওয়া লোকজন ইসলামী ব্যাংকে ঝামেলা করার জন্য আন্দোলন করছে।আমরা বলতে চাই তাদের যদি যোগ্যতা থাকতো তাহলে কিছুদিন আগে পরিক্ষা হলো সেই পরিক্ষাতে তারা অংশগ্রহণ করতে পারতো।কিন্তু তারা করি নাই কারণ তাঁরা যানে তাদের যোগ্যতা নেই।আমরা চাই তাদের এই অবৈধ নিয়োগ বাতিল করে ইসলামি ব্যাংকে যোগ্যতার ভিওিতে নিয়োগ দিতে হবে।আমরা হাজার হাজার শিক্ষিত যুবক আওয়ামীলীগ আমলে চাকরি পাইনি।আমরা চাই ইসলামি ব্যাংকে যোগ্যতার ভিওিতে সবাই চাকরী পাক।এছাড়া খাজানগর পোড়াদহ এলাকায় বড় বড় ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।খাজানগর গ্রামীণ অটো মিলের চেয়ারম্যান ইমরান খাঁন বলেন যে আমি একজন ইসলামি ব্যাংকের গ্রাহক আমার এই ব্যাংক থেকে কোটি টাকায় বিনিয়োগ নেওয়া আছে।আমি একজন ভালো ব্যাবসায়ী যখন এই ব্যাংকে বলি যে আমাদের ব্যাবসা করার জন্য টাকা বাড়াতে হবে তখন ব্যাংকের ম্যানেজার বলেন যে বিনিয়োগ দেওয়া যাবে না এস আলম সাহেব বেশিরভাগ টাকা নিয়ে নিয়েছেন।বিগত বছরে আওয়ামীলীগ আমলে আমরা ব্যাবসায়ীরা এই ইসলামি ব্যাংক থেকে ব্যাবসা করার জন্য টাকা পাইনি।এই জন্য আজ আমরা ব্যাবসায়ী রা রাস্তায় নেমেছি যে এস আলম এর যে অবৈধ ভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সে টাকা এই সরকার কে ফিরিয়ে আনতে হবে।এবং এস আলম যে সকল অবৈধ নিয়োগ দিয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে।এছাড়া আরো উপস্থিত ছিলেন খাজানগর সালাম অটো রাইচ মিলের সহকারী চেয়ারম্যান সানোয়ার হোসেন পোড়াদহ বড় ব্যাবসায়ী বাবলু শাড়ী ঘরের মালিক বাবলু হোসেন নাসির কসমেটিক এর মালিক নাসির উদ্দিন সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক উপস্থিত ছিলেন
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত