প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
রাজধানীর মিরপুরের বাসে গুলি ও আগুন দেয়ার ঘটনায় জড়িত দুইজন গ্রেফতার
||
নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেয়ার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।তারা হলেন নেছার ও দীপু।তবে এ ঘটনার মূল অভিযুক্ত গাংচিল বাহিনীর পিন্টু এখনো পলাতক রয়েছেন।আজ শনিবার ৪ ঠা অক্টোবর সকালে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।অভিযোগ রয়েছে গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন। চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে বাসটিতে আগুন দেয় তারা।এছাড়া,চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।গোয়েন্দা পুলিশ জানিয়েছে পিন্টুসহ এই চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত গতকাল শুক্রবার সকালে মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসকে থামায় কয়েকজন যুবক।এরপর ফাঁকা গুলি করে একে একে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা।এ সময় বাসের স্টাফদের মারধরও করা হয়। একপর্যায়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত