প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
সীমান্তে লালমনিরহাট (১৫) বিজিবির চৌকশে বিপুল পরিমাণ মাদক জব্দ
||
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। আজ বুধবার ১ লা অক্টোবর রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি'র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি'র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে।উক্ত তথ্যানুযায়ী,বনচৌকি বিওপি'র আওতাধীন পূর্ব আমঝোল,ঝাউরানী বিওপি'র আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা বিওপি'র আওতাধীন রামখানা (কাজীটারী) নামক স্থানে রাতে বিজিবি'র ৩টি বিশেষ টহলদল অভিযান চালায়।কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত