প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের জোরারগঞ্জে বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদ ও নাম্বারবিহীন সিএনজি উদ্ধার
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাইমদ ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় আসামিরা পালিয়ে গেলেও উদ্ধারকৃত আলামত থানায় জমা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।থানা সূত্রে জানা যায় কাল বুধবার ২৪ শে সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় মামা ফকির আস্তানার প্রবেশমুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের একটি পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন আসামি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাম্বারবিহীন সিএনজি অটো-রিকশা এবং দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে সর্বমোট ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয়ভাবে তৈরি চোলাইমদ পাওয়া যায়।পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত চোলাইমদ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন "মাদক নির্মূল অভিযানে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।এলাকাভিত্তিক বিশেষ তৎপরতার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়। পালাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।"স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মদ উৎপাদন ও মজুদের অভিযোগ ছিল। তবে পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।আইন-শৃঙ্খলা বাহিনীর এমন নিয়মিত তৎপরতায় এলাকায় মাদক ব্যবসা ও সেবন কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।উল্লেখ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশের বিভিন্ন প্রান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত