প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছাগলনাইয়ায় এনজিও'র নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। ফেনীর ছাগলনাইয়ায় এনজিও'র নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে "জাগরণী সমাজ কল্যাণ সংঘ" নামের একটি এনজিও"র পরিচয়ে স্থানীয়দের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হতো।এই সুযোগে তারা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গত সোমবার ২৩ শে সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে আটক করে ছাগলনাইয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেনঃ মোঃ রিয়াজ হোসেন (২৭) ও রোকেয়া খাতুন (২৬)।তারা খুলনা জেলার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার এসআই জানিয়েছেন প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে এই চক্রটি ভুয়া এনজিও'র নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল।তারা সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে টার্গেট করত। অভিযোগ উঠেছে,তারা একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেছে।ওসি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।একই সাথে এই প্রতারক চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে স্থানীয়রা জানিয়েছেন অনেকেই এনজিও'র নাম শুনে প্রলোভনে পড়ে তাদের সাথে যোগাযোগ করেছিলেন।তবে এর আগেই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছে অপরিচিত কোনো সংস্থার প্রলোভনে পড়ে আর্থিক লেনদেনে না জড়াতে।ছাগলনাইয়ায় এনজিও'র নামে প্রতারণা চক্রের গ্রেপ্তার দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।পুলিশ মনে করছে,তাদের বিরুদ্ধে আরও তথ্য উদঘাটন হলে বড় ধরনের প্রতারণা চক্রের সন্ধান মিলতে পারে।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত